ঢাকা, বুধবার, ৮ মে, ২০২৪

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ৩০ মার্চ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে তার চিকিৎসা চলছে। সিসিইউতে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার চিকিৎসকেরা।


বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন মঙ্গলবার (২ এপ্রিল) সাংবাদিকদের জানান, মেডিকেল বোর্ডের মনিটরিংয়ে খালেদা জিয়ার অবস্থা এখন স্থিতিশীল। আস্তে আস্তে তার উন্নতি হচ্ছে। জাহিদ হোসেন জানান, তাঁকে চিকিৎসার মধ্যেই থাকতে হবে। বাসায় গেলেও ডাক্তারদের ক্লোজড মনিটরিংয়ে থাকতে হবে।


গত বছরের ৯ আগস্ট খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে গত ১১ জানুয়ারি তার গুলশানের বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থরাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস, লিভার জটিলতাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

ads

Our Facebook Page